শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:৪০ অপরাহ্ন

দক্ষিণ সুরমায় শাহছুফি হাফেজ মনির উদ্দিনের ৫ম মৃত্যুবার্ষিক পালিত

  • প্রকাশের সময় : ২০/১০/২০২১ ০৭:৪৬:১৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
3

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ মো: ইমাদ উদ্দিন নাসিরী’র পিতা মোগলাবাজারস্থ হরগৌরী পীর বাড়ীর শাহছুফি হাফেজ মো: মনির উদ্দিন রহ. ৫ম মৃত্যুবার্ষিক উপলক্ষে মঙ্গলবার (১৯ অক্টোবর) স্থানীয় হরগৌরী মুকাম মসজিদে খতমে কুরআন ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন দাউদপুর তুরুকখলা আল্লামা হরমুজ উল্লাহ শায়দা (রহ:) হা্ফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আছকর আলী।

প্রবীণ হাফেজ শাহসুফি মনির উদ্দিন (রহ;) তার জীবনদশায় স্থানীয় রাঘবপুর জামে মসজিদ ও বটিয়ারচর জামে মসজিদে দীর্ঘ প্রায় ৪৫ বছর ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেন। কিছুদিন তিনি মোগলাবাজার হাফিজিয়া সুন্নীয়া মাদ্রাসায় শিক্ষকতা ও করেন। তাঁর উস্তাদ ছিলেন হযরত আব্দুল লতিফ ফুলতলী রহ, পীর ভাই মোগলাবাজার হাফিজিয়া সুন্নীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামিম মোগলাবাজার জামে মসজিদের তৎকালীন খতিব হাফেজ মো: আব্দুল গনী রহ,তিনি ছিলেন হযরত শাহ ইয়াকুব বদরপুরী রহ, খলিফা। মরহুম শাহছুফি মো: মনির উদ্দিন রহ, ছিলেন দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী হরগৌরী মুকাম জামে মসজিদ শাখার সভাপতি, মোগলাবাজার রেবতীরমণ হাই স্কুল কমিটির অন্যতম সদস্য। মোগলাবাজার ঈদ এ মিলাদুন্নবী সা, উদযাপন কমিটি ও আল্লামা হরমুজ উল্লাহ শায়দা রহ, স্মৃতি পরিষদের উপদেষ্টা। তাঁর পিতা ছিলেন তৎকালীন বিশিষ্ট বুজুর্গ শাহছুফি মৌলভী মো: মোকাররম আলী। প্রাচীর মুসলমান হযরত শাহ নাসির মামন রহ, ও আব্বাস আলী শাহ রহ, পুর্ব বংশধর।

এদিকে, ৫ম ইন্তেকাল বার্ষিকীর এই দিনে সিলেট হযরত শাহ জালাল রহ, দরগাহ মসজিদে ও এক মিলাদ ও দোয়া মাহফিলের  আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মোগলাবাজার হা্ফিজিয়া সুন্নিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা খলকুর রহমান, হরগৌরী মুকাম জামে মসজিদর ইমাম হাফেজ মোসাররফ হোসেন গেদা, হাফেজ আতাউর রহমান টুনু সহ মরহুমের পরিবারের সদস্যবৃন্দ।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি