শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:২৩ অপরাহ্ন

মন্দিরে হামলা: নোয়াখালীতে ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

  • প্রকাশের সময় : ২০/১০/২০২১ ০৪:০১:৫০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
2

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে গত শুক্রবার দুপুরে মন্দিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার সময় ধারণকৃত ভিডিও ফুটেজ দেখে কয়েকজনকে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এদিকে, পূজা মণ্ডপে হামলা ও ভাঙচুরের ঘটনায় একলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান খলিলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) দিনগত রাতে জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তারকৃতরা হলেন- বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের আবদুল মালেকের ছেলে মো. ইলিয়াস, একলাশপুর ইউনিয়নের আবুল বাশারের ছেলে মিজানুর রহমান ও গনিপুরের নুর নবী। 

নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, আমরা বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে গোপন সংবাদের ভিত্তিতে আসামিদেরকে চিহ্নিত করে অভিযান পরিচালনার মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করি। পূজামণ্ডপে হামলার ঘটনায় এ পর্যন্ত ৪টি মামলায় ৭১জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি