শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:২৮ অপরাহ্ন

ব্রিটেন যাচ্ছেন মিজানুর রহমান আজহারী

  • প্রকাশের সময় : ১৯/১০/২০২১ ০৫:৫৪:৫৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
4

যুক্তরাজ্যে যাচ্ছেন আলোচিত ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। সেখানে তিনি একটি ইসলামিক কনফারেন্সে যোগ দেবেন। প্রথমবারের মতো এটিই তার দেশটিতে সফর। ব্রিটিশ বাংলাদেশি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘আইওন টেলিভিশনে’র আমন্ত্রণে তিনি লন্ডন ছাড়াও লন্ডনের বাইরের কয়েকটি শহরে ইসলামিক কনফারেন্সে যোগ দেবেন।

আয়োজকরা জানিয়েছেন, ৩১ অক্টোবর লন্ডনের স্থানীয় সময় দুপুর ১টা থেকে বিকেল ৪টা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত দুটি সম্মেলন হবে। সেখানে মিজানুর রহমান আজহারীর যোগ দেয়ার কথা রয়েছে। এছাড়া লন্ডনের বাইরে বার্মিংহাম, ওল্ডহাম, লোটন, লেইস্টার ও কার্ডিফে ইসলামিক সম্মেলনে যোগ দেবেন তিনি। এদিকে মিজানুর রহমান আজহারীর যুক্তরাজ্যে যাওয়ার খবরে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে উচ্ছ্বাস বিরাজ করছে।

তার সম্মেলনে যোগ দিতে অনেক বাংলাদেশি প্রস্তুতি নিতে শুরু করেছেন। এরই মধ্যে কয়েক হাজার ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির মানুষ আইওন টেলিভিশনের সঙ্গে যোগাযোগ করেছে। তবে আয়োজকরা মনে করছেন সবাইকে সুযোগ দেওয়া সম্ভব নাও হতে পারে।

আইওন টেলিভিশনের হেড অব কমিউনিকেশন এস এইচ সোহাগ জানান, আইওন টেলিভিশনের কিরাত প্রতিযোগিতা ২০২১-এর গ্র্যান্ড ফাইনাল উপলক্ষে ইসলামিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানেই আমন্ত্রণ জানানো হয় মিজানুর রহমান আজহারীকে। চ্যারিটি পার্টনার হিসেবে থাকবে ডিএইচ ফাউন্ডেশন। মিজানুর রহমান আজহারীর ব্রিটেন সফর বিষয়ে বিস্তারিত জানতে আইওন টেলিভিশনে চোখ রাখতে অনুরোধ করা হয়েছে।


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি