বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেছেন স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হাছনা-মাহতাব কমিউনিটি ক্লিনিক উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। প্রবাসীরা সব সময় দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে।
সিলেটের শুক্রবার (৪জুলাই) দুপুরে গোলাপগঞ্জ উপজেলার চৌঘরী এলাকায় হাছনা-মাহতাব কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এম এ মালিক প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আবিদুর রহমান আবিদের এমন মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, মানব সেবার লক্ষ্যে প্রবাস থেকে ছুটে এসে দেশে এমন একটা প্রতিষ্ঠান গড়ে তুলায় সত্যিই খুব ভালো লাগছে।আমি আশা করি তার এই মহতি উদ্যোগে এলাকার সবাই এগিয়ে আসবেন। তিনি সকলকে বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিতে বেশি বেশি সম্পৃক্ত হওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের এমডি ও প্রিন্সিপাল ডা.শাহরিয়ার হোসেন চৌধুরী এম বি বি এস, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামিম।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবিদুর রহমান আবিদ। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।