শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন

সিলেটে ​​​​​​​বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বিরুদ্ধে নেত্রীকে ‘ধ'র্ষ'ণের হুমকির' অভিযোগ

  • প্রকাশের সময় : ০৯/০৫/২০২৫ ১২:৪৯:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
132

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) সিলেট জেলা জেলা আহ্বায়ক কমিটির সদস্যসচিব নুরুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণের হুমকি ও যৌনহয়রানির অভিযোগ করেছেন একই কমিটির যুগ্ম-সংগঠক সুমাইয়া আক্তার।


বৃহস্পতিবার (৮ মে) সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।


বিষয়টি নিশ্চিত করে সুমাইয়া আক্তার সিলেট প্রতিদিনকে বলেন, তিনি মামলা করতে গিয়েছিলেন, তবে পুলিশ সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করেছে। আগামী সোমবার তিনি আদালতে মামলা দিবেন।


অভিযোগে তিনি উল্লেখ করেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটির তিনি একজন যুগ্ম সংগঠক ও ফান্ড সেলের সদস্য। এই ফান্ড সেল-এর সদস্য সংখ্যা মোট ৫ জন।


গত ৬ মে ফান্ড সেল সম্পাদক সালমান আহমদ খুরশেদের নিকট হোয়াটসঅ্যাপ গ্রুপে ফান্ডের যাবতীয় জমা ও খরচের হিসাব চান সুমাইয়া। কিন্তু সালমান হিসাব দেওয়ার পরিবর্তে ফখরুল হাসান সৌরভসহ নুরুলের সহযোগিরা সুমাইয়াকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। পরদিন সালমান হোয়াটসঅ্যাপে একটি গড়মিলের হিসাব দিলে আমি এতে সন্তুষ্ট নই বলে জানাই। এ কথা বলতেই সালমান ও নুরুল এবং তাদের সহযোগিরা সুমাইয়াকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এমনকি ধর্ষণের হুমকি পর্যন্ত দেন এবং হোয়াটসঅ্যাপে যৌন-হয়রানিমূলক কথাবার্তা বলতে থাকেন। এসবের স্ক্রিনশর্ট বা প্রমাণ সুমাইয়ার কাছে রয়েছে। 


তবে অভিযোগ মিথ্যা বলে গণমাধ্যমের কাছে দাবি করেছেন বৈছাআ জেলা কমিটির সদস্যসচিব নুরুল ইসলাম।  


ধর্ষণের হুমকি ও যৌন-হেনস্তার অভিযোগের বিষয়ে তিনি বলেন- এসব মিথ্যা। পুলিশি তদন্তে সত্যটা বেরিয়ে আসবে নিশ্চয়ই।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি