সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন

সিলেটে ব্যবসায়ী শাহিন হ'ত্যায় ১ জনের ফাঁ'সি ও ৪ জনের যাবজ্জীবন

  • প্রকাশের সময় : ০৭/০৫/২০২৫ ০৪:০০:৪৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
138

সিলেটের গোলাপগঞ্জে ব্যবসায়ী এহতেশামুল হক শাহিন হত্যা মামলায় একজনের ফাঁসি এবং ৪ জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।


বুধবার (৭ মে) সিলেটের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মাহমুদুল হাসান এই রায় ঘোষণা করেন।


রায়ে ফাঁসির দন্ডপ্রাপ্ত ওয়াহিদুর রহমান সানি সিলেটের গোলাপগঞ্জের হাজিপুর (শুকনা) গ্রামের মাহবুবুর রহমান ফয়সালের ছেলে। 


যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, কায়স্তগ্রাম (কুসুমবাগ) গ্রামের জামাল হোসেনের ছেলে সারওয়ার হোসেন, মানিক মিয়ার ছেলে শাকিল আহমেদ, নুর ইসলামের ছেলে ফাহিম ইসলাম এবং বিশ্বনাথ থানার বাহাড়া (দুবাগ) গ্রামের আহমদ আলীর ছেলে রায়হান আহমেদ। তাদেরকে ২০ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরো ৩ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।


দন্ডপ্রাপ্ত আসামীদের মধ্যে রায়হান পলাতক রয়েছেন। বাকী আসামীরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।


রায়ের বিষয়টি নিশ্চিত করে সিলেটের অতিরিক্ত দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি মোঃ আবু তাহের সিলেট প্রতিদিনকে বলেন, ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামীকে আগামী সাত কর্মদিবসের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে হবে। তা না হলে এই আদালতের রায় বহাল থাকবে।


জানা যায়, শাহিন ২০২১ সালের ২১ মার্চ রাত দেড়টার দিকে ঢাকা থেকে জরুরী কাজ শেষ করে সিলেট থেকে সিএনজি চালিত অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন। গ্রামে আসামাত্র কয়েজন সন্ত্রাসী রাস্তায় কলাগাছ ফেলে অটোরিকশার গতিরোধ করে। এসময় সন্ত্রাসীরা শাহিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে চালক ও পরিবারের সহযোগিতায় তাকে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


এ ঘটনায় ২৩ মার্চ নিহতের ছোট ভাই ইফতেখারুল হক সবুজ বাদি হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি