শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন

শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় শিশু নি'হত, গুরুতর আ'হত ১

  • প্রকাশের সময় : ০৬/০৫/২০২৫ ০৬:৩৭:৪৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
44

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় আলবি (৩) নামের এক শিশু নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন শিশুটির দাদা নূর উদ্দিন (৬৫)। 


মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের বগলারখাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত আলবি বগলারখাড়া গ্রামের সোহাগ মিয়ার ছেলে। 


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে দিরাই-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বগলারখাড়া এলাকায় শিশু আলবি ও তারা দাদা হাটছিলেন। তখন হঠাৎ করেই পিছন থেকে দিরাইগামী একটি পিকআপ(ঢাকা মেট্রো-ন ১৬৮৪৯২) তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়৷ এবং তার দাদা নুর উদ্দিনক গুরুতর আহত হন৷ পড়ে স্থানীয়রা  তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী বলেন, দিরাইগামী একটি পিকআপের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে৷ ঘাতক পিকআপটি আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি