বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন
সুরা ফাতিহা ব্যঙ্গ করে ভিডিও

হবিগঞ্জে টিকটকার মুক্তা-ইব্রাহিমের বিরুদ্ধে মামলা

  • প্রকাশের সময় : ১৫/০৪/২০২৫ ০৪:৩২:৩০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
68

সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে হবিগঞ্জে এক দম্পতির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন স্থানীয় আইনজীবী মো. সেলিম আহমেদ।


অভিযুক্ত দম্পতি মোঃ ইব্রাহিম মিয়া ও মুক্তা আক্তার, টিকটকার মুক্তা-ইব্রাহিম নামেই পরিচিত। তারা চুনারুঘাট উপজেলার দক্ষিণ ছয়শ্রী (বাঘাডাইয়া) গ্রামের বাসিন্দা। মামলায় দণ্ডবিধির ১৫৩ (ক) ও ২৯৫ (ক) ধারায় অভিযোগ আনা হয়েছে। আদালত মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।


মামলার অভিযোগ প্রসঙ্গে বাদিপক্ষের আইনজীবী জানান, অভিযুক্ত স্বামী-স্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘মুক্ত পরিবহন’ নামের একটি পেজে ধর্মীয় উপাদান ব্যঙ্গ করে একটি কনটেন্ট প্রচার করেন। ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি আরেকজনের হাতে থাকা খাবারের প্লেটে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং বিকৃতভাবে সূরা ফাতিহার আয়াত উচ্চারণ করেন। এতে ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এবং সামাজিক অস্থিরতা তৈরি হয়।


মামলার বাদী অ্যাডভোকেট সেলিম আহমেদ বলেন, নব্বই শতাংশ মুসলমানের দেশে এমন অবমাননাকর আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। স্বাধীনতার নামে কেউ স্বেচ্ছাচারিতা করতে পারে না।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি