বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:০১ অপরাহ্ন

সিলেটে আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেফতার

  • প্রকাশের সময় : ১৫/০৪/২০২৫ ০২:৪১:৪৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
959

অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সিলেটে ১৮ নারী-পুরুষকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) নগরীর সুরমা মার্কেটস্থ নিউ সুরমা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছেন।


গ্রেফতারকৃতরা হলো, কাওসার হোসেন (২৮), মো. ফারুক (৪৫), মো. আলী (২৭), উজ্জল আহমদ (২৩), শুভ আহমেদ (২০),  মারুফ খান (২০), আব্দুল মজিদ (৩৫), রিমন (২৪), মোঃ রাসেল (৩০), আল আমিন আহমদ (২৪), হাসেম (২৭), মতিউর রহমান (৩২), রাফি (২২), তিশা আক্তার (৩০), রুমা খাতুন (২২), কেয়া মনি (২৬), জান্নাতুল ফেরদৌস (২৬) ও নিলুফা (২৭)। তাদের কারোর ঠিকানা জানায়নি পুলিশ।


মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতের কোতোয়ালী মডেল থানার সুরমা মার্কেটস্থ নিউ সুরমা আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এসময় অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ১৮ জনকে নারী-পুরুষকে গ্রেফতার করে পুলিশ।


সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি