সিলেটের ওসমানীনগরে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে কথা কাটাকাটির একপর্যায়ে চাচাতো ভাইদের হামলায় নজরুল ইসলাম (৩৩) নামে এক যুবক আহত হয়েছেন। ওই যুবক উপজেলার দয়ামীর ইউনিয়নের বড় ধিরারাই গ্রামের মৃত ওয়াহিদ আলীর ছেলে।
রোববার (১৩ এপ্রিল) পারিবারিক দ্বন্ধের জের ধরে কথা কাটাকাটির একপর্যায়ে তার ওপর এই চালান একই বাড়ির মৃত জমির আলীর ছেলে ইমাদ উদ্দিন (৩৪) ও মুহিব উদ্দিন (৩২) গংরা। পরে আহত অবস্থায় নজরুল ইসলামকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
এমন অভিযোগ এনে নজরুল ইসলাম বাদি হয়ে চারজনের বিরুদ্ধে ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এবিষয়ে জানতে চাইলে মুহিব উদ্দিন বলেন, নজরুল ইসলাম আমাদের চাচাাতো ভাই হয়। তিনি প্রতিনিয়তই আমাদেরকে গালমন্দ করে আসছেন। এরই জের ধরে আমরা অতিষ্ট হয়ে রোববার তার সাথে আমাদের মারামারির ঘটনা ঘটেছে। এসময় আমার আম্মা ও বড় ভাইও আহত হয়েছেন।
এব্যাপারে জানতে চাইলে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়ার মুঠোফোনে কল দিলে কল রিসিভ করেননি