বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন

গোলাপগঞ্জে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

  • প্রকাশের সময় : ১৪/০৪/২০২৫ ০৬:০৮:৪৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
26

সিলেটের গোলাপগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে।


সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের করা হয়।


শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গোলাপগঞ্জ - ঢাকাদক্ষিণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়।


র‍্যালীতে অংশ নেন, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জুনায়েদ কবীর, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, কৃষি কর্মকর্তা মাশরেফুল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রব্বানী, শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম, সমাজ সেবা অফিসার নুরুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালা উদ্দিন ভূইয়া, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী শাহ মোহাম্মদ লুটন, সহকারী শিক্ষা অফিসার জহিরুল হক।


এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।


পরে লোকজ মেলা পরিদর্শন ও উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলা পরিষদ মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সিলেট প্রতিদিন / এমএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি