বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন

লন্ডনে ফা'ইট ফর জাস্টিস ইন বাংলাদেশের প্র'তিবাদ সভা

  • প্রকাশের সময় : ১৪/০৪/২০২৫ ০৫:১১:৩১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
115

সারাদেশে অব্যাহত ডাকাতি, চাঁদাবাজি, খুন, মিথ্যা মামলা এবং বিরোধী রাজনৈতিক মতালম্বী নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশের উদ্যোগে লন্ডনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (১৩ এপ্রিল) ঐতিহাসিক আলতাব আলী পার্কে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহাগ।


সাধারণ সম্পাদক আল জাবের আহমদ রুম্মানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক বদরুদ্দোজা আকাশ, সহ-সাধারণ সম্পাদক মো: ছাইদুল হক তৌকির, সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, মো: আব্দুল করিম খান, মো: জাকারিয়া, হাবিবুর রহমান, রাবেল আহমদ, সাকিব আহমদ,  মহিলা বিষয়ক সম্পাদক সুহাদা বেগম, তারিন আক্তার, সীমা আক্তার মুন্নি, সালমা চৌধুরী, মো: খায়রুজ্জামান নাহিয়ান, আহবাব হোসাইন রাহিম,  ইমতিয়াজ আহমদ চৌধুরী আরাফাত, মেহদী হাসান মিল্লাত, মুহিবুল রহমান, মেহেদী হাসান মিশাল প্রমুখ।


প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বর্তমানে দেশের মানুষ চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। চুরি ডাকাতি ছিনতাই ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হয়েছে। ঘরে বাইরে কেউ নিরাপদ নয়। এমতাবস্থায় ক্ষমতাসীন সরকারের ভূমিকা প্রশ্নবৃদ্ধ।


বক্তারা অভিলম্বে জনগণের জানমালের নিরাপত্তা জোরদার ও একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জোর দাবী জানান।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি