সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরাইল বাহিনীর বর্বরতা, নিষ্ঠুর বোমা হামলা ও নির্বিচারে মুসলিম গণহত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার(১৩ এপ্রিল) দুপুরে সিলেট জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল) সভাপতিত্বে মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জোবায়ের বখত জুবের, আইনজীবী সমিতির যুগ্ম-সম্পাদক-২ এডভোকেট মো.রব নেওয়াজ রানা ও সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ মিজানুর রহমান এর পরিচালনায় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি এডভোকেট এ.কে.এম. সমিউল আলম, সিনিয়র আইনজীবী ও কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট মো.গিয়াস উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদ, সাবেক যুগ্ম সম্পাদক-০২ এডভোকেট মাছুম আহমদ, সাবেক সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন এডভোকেট মো.কামরুজ্জামান, সাবেক সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মো.সাইফুর রহমান খন্দকার (রানা), সাবেক লাইব্রেরী সম্পাদক এডভোকেট বদরুল ইসলাম (জাহাঙ্গীর), এডভোকেট জামিল আহমদ রাজু, এবং সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক সহ প্রায় শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।