বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতি

সিলেটে ৮ ক্রিকেটার নিয়ে শুরু হলো টাইগারদের অনুশীলন ক্যাম্প

  • প্রকাশের সময় : ১৩/০৪/২০২৫ ০৫:২৫:৫৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ফাইল ছবি
Share
34

চ্যাম্পিয়নস ট্রফির পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। চলতি মাসেই জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে নতুন মিশন শুরু করতে যাচ্ছে টাইগাররা। সেই সিরিজকে সামনে রেখে আজ থেকে সিলেটে শুরু হয়েছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প।


প্রথমে ১২ এপ্রিল থেকে ক্যাম্প শুরুর কথা থাকলেও একদিন পিছিয়ে আজ তা শুরু হয়। ডিপিএল (ঢাকা প্রিমিয়ার লিগ)-এর ম্যাচ শেষ করে প্রথম ধাপে সিলেটে যান কয়েকজন ক্রিকেটার।


প্রথম দিনের ক্যাম্পে অংশ নিয়েছেন যারা: নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, মুশফিকুর রহিম, নাহিদ রানা, খালেদ আহমেদ, হাসান মাহমুদ


দলের বাকি ৭ ক্রিকেটার আজ রাতের মধ্যেই সিলেটে দলের সঙ্গে যোগ দেবেন।


ক্যাম্পে জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স ছাড়াও আছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং পুরো কোচিং প্যানেল।


টেস্ট সিরিজ সূচি

১৫ এপ্রিল: বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে দল

২০ এপ্রিল: প্রথম টেস্ট, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

২৮ এপ্রিল: দ্বিতীয় টেস্ট, জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম, চট্টগ্রাম।


এই সিরিজ দিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের নতুন যাত্রা শুরু হচ্ছে।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি