বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৬:৩৭ অপরাহ্ন

ধর্মপাশায় যৌথ বাহিনীর অভিযানে ইউপি সদস্য গ্রে/প্তা/র

  • প্রকাশের সময় : ১২/০৪/২০২৫ ১০:৩৩:২৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
34

সুনামগঞ্জের ধর্মপাশায় যৌথ বাহিনীর অভিযানে ইউপি সদস্য জায়েদনুরকে (৫৩) গ্রেপ্তার করা হয়েছে। জায়েদনুর উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর রংপুরহাটি গ্রামের মৃত লালন মিয়ার ছেলে।


ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, শনিবার সকাল সোয়া ৯টার দিকে জেলার শান্তিগঞ্জ উপজেলার অস্থায়ী আর্মি ক্যাম্পের মেজর মো. সালাউদ্দিন কাদের রাজার নেতৃত্বে একদল সেনাবাহিনী তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে থাকে গ্রেপ্তার করা হয়।


এসময় তার বসতঘরে তল্লাশি চালিয়ে বেশ কিছু দেশী অস্ত্র উদ্ধার করা হয়।সেনাবাহিনীর পাশাপাশি অভিযানে অংশ নেয় পুলিশ। জায়েদনুরের বিরুদ্ধে ওইদিনই অস্ত্র আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছেহ। তার বিরুদ্ধে ডাকাতিসহ আরো ১০টি মামলা রয়েছে বলেও জানান তিনি।


সিলেট প্রতিদিন / এমএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি