বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন

ঢাকায় লাখো কণ্ঠে ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’

  • প্রকাশের সময় : ১২/০৪/২০২৫ ০৮:১১:৫৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সংগৃহীত
Share
31

একের পর এক ইসরায়েলি হামলায় ধ্বংসের পথে ফিলিস্তিন। এদিকে ফিলিস্তিনের মুক্তির দাবিতে সোচ্চার গোটা পৃথিবী। উত্তাল লাল-সবুজের বাংলাদেশও। লাল-সবুজ-সাদা-কালো ফিলিস্তিনের পতাকায় ছেয়ে গেছে ঢাকার রাজপথ।


হাতে পতাকা, মুখে ফ্রি ফ্রি প্যালেস্টাইন এই স্লোগানের মুখরিত হয়ে উঠছে পুরো ঢাকা শহর। প্রেস ক্লাব, বাংলা মোটর, বকশিবাজার, যাত্রাবাড়ির মেয়র হানিফ ফাইওভারসহ চতুর্দিক থেকে ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে এসেছে সর্বস্তরের জনতা। ঘাতকের বুলেটের চেয়েও শক্তিশালী কম্পন ঢাকার আকাশে বাতাসে ছড়িয়েছে এই স্লোগান।


মুক্তিকামীদের কণ্ঠে শুধু ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ ই নয়, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘ফিলিস্তিনে হামলা কনে, জাতিসংঘ জবাব দে’ ‘ইসরায়েলি পণ্য, বয়কট-বয়কট’ প্রভৃতি স্লোগানও ঢাকার রাজপথে কম্পন তৈরি করেছে।


শনিবার (১২ মার্চ) ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে সকাল থেকেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশে জনতার ঢল নেমে এসেছে।


দল-মত নির্বিশেষে সকল রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গের সমন্বয়ে পালন হচ্ছে ‘মার্চ ফর গাজা’। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন মিজানুর রহমান আজহারী, বিএনপি থেকে সালাউদ্দিন আহমেদ, আস সুন্নাহ ফাউন্ডেশনের শায়খ আহমদউল্লাহ, বাংলাদেশ জামায়ত ইসলামের আমির গোলাম পরওয়ার, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, গণ অধিকার পরিষদ এর নুরুল হক নুর, নিরাপদ সড়ক আন্দোলনের ইলিয়াস কাঞ্চনসহ আরও অনেকে।


মঞ্চ থেকে সকলের সম্মিলিত বক্তব্য হিসেবে অঙ্গীকারনামা পাঠ করেছে মাহমুদুর রহমান। এছাড়া অন্যান্য নেতৃবর্গ ক্ষণে ক্ষণে স্লোগানে স্লোগানে উজ্বীবীত রেখেছে লাখো জনতাকে।


কর্মসূচিতে মিজানুর রহমান আজহারি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, আজকে এখানে উপস্থিত হয়ে বুঝেছি, আজকের এই জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ।


তিনি আরও বলেন, ভৌগলিকভাবে আমরা ফিলিস্তিনের থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের বুকের ভেতর হৃদয়ে বাস করে একেকটা ফিলিস্তিন।


তিনি এ সময়, "নারয়ে তাকবির, আল্লাহু আকবার", দিন ইসলাম, দিন ইসলাম, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, আমার ভাই শহীদ কেন, জাতিসংঘ জবার চাই, গাজায় গণহত্যা কেন- জাতিসংঘ জবাব চাই স্লোগান দেন।


এছাড়া সবাইকে ইংরেজিতে শ্লোগান দেওয়ার আহব্বান জানিয়ে তিনি বলেন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি আল আকসা, ওয়ান টু থ্রী ফোর-জেনোসাইড নো মোর, ফ্রম দ্যা রিভার টু দ্যা সি- প্যালেস্টাইন উইল বি ফ্রি।


জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহও ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে উজ্জীবীত করেছে লাখ লাখ জনতাকে।


বিকাল ৪টার দিকে ফিলিস্তিনের শহীদদের মাগফিরাত কামনা ও দেশটির নাগরিকদের মুক্তি কামনা করে মোনাজাতের মাধ্যমে ‘মার্চ ফর গাজা’র আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করেছে।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি