বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন
বিভিন্ন মহলের শোক

সাংবাদিক শাহজাহান কমরের দাফন সম্পন্ন

  • প্রকাশের সময় : ১০/০৪/২০২৫ ১০:০৮:১১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
28

দৈনিক আমাদের সময় পত্রিকার মফস্বল সম্পাদক, বিশিষ্ট ছড়াকার মোহাম্মদ শাহজাহান কমর (৫৬) বৃহস্পতিবার ভোর ৪:৪৫ মিনিটে রাজধানীর মুগ্ধা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, সাত ভাই, তিন বোনসহ অসংখ্য অত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।


মোহাম্মদ শাহজাহান কমরের গ্রামের বাড়ি মৌলভীবাজারের বড়লেখার গ্রামতলা গ্রামে। তিনি ওই গ্রামের মরহুম সিদ্দেক আলীর ষষ্ঠ সন্তান।


এদিকে, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ ঘটিকায় বড়লেখা উপজেলার গ্রামতলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। রাত নয়টায় জন্মস্থান বিয়ানীবাজারের জলঢুপ সোনাতূলা জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমের লাশ দাফন সম্পন্ন হবে।


প্রথম জানাজায় অংশগ্রহণ ও জানাজা পূর্ব আলোচনায় মরহুমের রুহের মাগফেতার ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান, বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, আমাদের সময়ের সাব-এডিটর হৃদয় আবু হাসান, সাব-এডিটর আক্তার উজ্জামান, ময়মনসিংহ ব্যুরো প্রধান নজরুল ইসলাম, হবিগঞ্জ জেলা প্রতিনিধি শরীফ বেবুল হাসান, শরীয়তপুর জেলা প্রতিনিধি রুম্মান আহমদ, বড়লেখা প্রতিনিধি ও প্রেসক্লাবের সহসভাপতি ইকবাল হোসেন স্বপন, জুড়ী প্রতিনিধি সিরাজুল ইসলাম প্রমুখ। মরহুমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন তাঁর ছোটভাই সহকারী প্রধান শিক্ষক সালাদিন মল্লীক। 


এদিকে বড়লেখার কৃতী সন্তান আমাদের সময়ের মফস্বল সম্পাদক মোহাম্মদ শাহজাহান কমরের মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, আমাদের সময়ের মৌলভীবাজার জেলা প্রতিনিধি ওলিদ আহমদ, কুলাউড়া প্রতিনিধি খালেদ পারভেজ বকস, মুড়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশীদ আহমদ খান প্রমুখ।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি