বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন

সিলেটে বাসচা'পায় মোটরসাইকেল আরোহীর মৃ'ত্যু

  • প্রকাশের সময় : ১০/০৪/২০২৫ ০১:৩২:৫৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
81

সিলেটের দক্ষিণ সুরমায় কুলাউড়া থেকে সিলেটগামী বাসচাপায় মোহাম্মদ আলী আহমেদ (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 


বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল আটটার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের রেঙ্গা মাদ্রাসার সামনে এই দুর্ঘটনাটি ঘটে।


নিহত মোহাম্মদ আলী আহমেদ দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের ইনাতআলীপুর গ্রামের আঞ্জুম আলীর ছেলে।


স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, কুলাউড়া থেকে সিলেটগামী একটি বাস মোগলাবাজার থানাধীন রেঙ্গা মাদ্রাসার সামনে আসামাত্র বিপরিত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মোহাম্মদ আলী আহমেদ মারা যান। খবর পেয়ে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।


এসএমপির মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান সিলেট প্রতিদিনকে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি