বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন

দক্ষিণ সুরমায় মাটিচাপা পড়ে শ্রমিকের মৃ'ত্যু

  • প্রকাশের সময় : ০৮/০৪/২০২৫ ০২:১৬:০৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি : সিলেট প্রতিদিন
Share
93

দক্ষিণ সুরমায় টিলা কাটার সময় মাটিচাপা পড়ে সুমন আহমদ (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার সিলাম ইউনিয়নের মোহাম্মদপুর পশ্চিমপাড়ায় এই ঘটনা ঘটে।


নিহত সুমন আহমদ একই ইউনিয়নের রুস্তমপুর টিলাপাড়ার রজব আলীর ছেলে।


স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে পিকআপ ভ্যানের অন্যান্য শ্রমিকের সাথে সুমন আহমদও মোহাম্মদপুর পশ্চিমপাড়ায় মাটি কাটার কাজে যান। মাটি কেটে গাড়িতে লোড করে একটু সামনে আসার সাথে সাথে পার্শবর্তী একটি টিলা ধসে তার উপরে পড়ে গেলে তিনি মাটিচাপা পড়েন। তাৎক্ষনিক অন্যান্যরা মাটি সরিয়ে তাকে উদ্ধার করেন। ততক্ষণে তিনি নিস্তেজ হয়ে পড়েছেন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


মৃত্যুর বিষয়টি নিম্চিত করে এসএমপির মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান সিলেট প্রতিদিনকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি