বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন

মৌলভীবাজারে ছু'রিকা'ঘা'তে আইনজীবীকে হ'ত্যা

  • প্রকাশের সময় : ০৭/০৪/২০২৫ ০১:৩৩:৫৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
42

মৌলভীবাজার জেলা বারের সদস্য আইনজীবী সুজন মিয়া ছুরিকাঘাতে খুন হয়েছেন।


রোববার (৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার পৌরসভার সামনে এই নৃশংস ঘটনাটি ঘটে। তার বাড়ি শহরের পূর্ব হিলালপুর গ্রামে, বাবার নাম জহিরুল ইসলাম।


মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, রোববার রাতে সুজন মিয়া পৌরসভার সামনে একটি ফুচকা দোকানের পাশে অবস্থান করছিলেন। এ সময় কিছু যুবক আকস্মিকভাবে তার বুকের দিকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। তবে কী কারণে তাকে ছুরিকাঘাত করা হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনও কিছু জানাতে পারেনি।

 

আহত অবস্থায় সুজন মিয়াকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানান ওসি।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি