বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:০৬ অপরাহ্ন

ভারতে ৭০ বাংলাদেশি নিয়ে বাস খাদে, নিহত ১ আহত ১৫

  • প্রকাশের সময় : ০৬/০৪/২০২৫ ০৩:২৫:৩৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
38

ভারতের উড়িষ্যায় ৭০ বাংলাদেশি পূণ্যার্থী বহনকারী একটি বাস উল্টে খাদে পড়ে গেছে। এতে নুনিবালা নাথ নামে একজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন।


রোববার (৬ এপ্রিল) ভুবনেশ্বর শহরের অদূরে উত্তরা স্কয়ার এলাকার ১৬ নম্বর জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


ভারতীয় গণমাধ্যম জানায়, ওই ৭০ বাংলাদেশিকে বহনকারী বাসটি পুরী যাচ্ছিল। হঠাৎ এটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। তখনই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়িচালক।


স্থানীয়দের সহায়তায় পুলিশ আহত যাত্রীদের নিকটস্থ ক্যাপিটাল হাসপাতালে নিয়ে গেছে। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ভুবনেশ্বরের এআইআইএমএসে নিয়ে যাওয়া হয়।


ফিটনেসবিহীন বাসটি দুর্ঘটনাস্থল থেকে সরানো হয়েছে। অন্য যাত্রীদের পুরীতে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি