বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন

সিলেটে টিকটকের ভিডিও করতে গিয়ে যুবকের মৃ'ত্যু

  • প্রকাশের সময় : ০২/০৪/২০২৫ ০৮:৩৬:৩২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
154

দক্ষিণ সুরমায় টিকটকের ভিডিও করতে গিয়ে বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে সাকিব (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।


বুধবার (০২ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে দক্ষিণ সুরমার ধরাধরপুর এলাকায় এই ঘটনা ঘটে।


নিহত সাকিব দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নের কুড়িগ্রামের নিজাম উদ্দিনের ছেলে। সে ধরাধরপুর এলাকায় ছাদেক মিয়ার কলোনিতে পরিবারের সাথে বসবাস করতো।


পুলিশ জানায়, বুধবার বিকেলে চার বন্ধু মিলে টিকটক ভিডিও করতে ধরাধরপুর এলাকায় দু'তলা একটি বাসার ছাদে উঠে। ভিডিও করার সময় একজন অসাবধানতাবশত নিচে পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 


বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ইনস্পেক্টর তদন্ত মোহাম্মদ মারফত জানান, লাশ ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি