সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া সারভেস মারাক (২৮) নামের এক ভারতীয় যুবকের লাশ হস্তান্তর করছে বিজিবি ও পুলিশ।
মঙ্গলবার ( ১ এপ্রিল) বিকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া সীমান্ত ১২৩৭ পিলার পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি, বিএসএফ ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে লাশটি হস্তান্তর করা হয়।
মারা যাওয়া ওই যুবক ভারতের মেঘালয় প্রদেশের শিলং জেলার চেলা থানার সীমান্ত এলাকা কাসিন্দা বস্তির গবিন মারাক এর ছেলে সারভেস মারাক (২৮)।
পুলিশ জানায়,গত সোমবার সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার টেবলাই গ্রামের বাসিন্দা বশির আহমেদ নামের এক কৃষক ফসলি জমিতে ইদুর মারার জন্য সাধারণ (গুনা) তার দিয়ে বৈদ্যুতিক ফাঁদ তৈরি করে, সেই ইঁদুরের ফাঁদেই মারা যান।
পরে আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার বিকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া সীমান্ত ১২৩৭ পিলার পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি, বিএসএফ ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে ওই লাশ হস্তান্তর করা হয়।
এ সময় বাংলাদেশের পক্ষে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহিদুল হক,সাব-ইন্সপেক্টর মোহন রায়, বাংলাবাজার ক্যাম্প কমান্ডার মো: সিরাজুল ইসলাম ভারতের পক্ষে কাসিন্দা বিওপি, বিএসএফ ইন্সপেক্টর বিএস নয়াল,মেঘালয় প্রদেশের শিলং চেলা থানার অফিসার ইনচার্জ ইপ্রাইম রাইডংসহ বিজিবি, বিএসএফ ও পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:জাহিদুল হক বলেন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে লাশ হস্তান্তর করা হয়।