সুনামগঞ্জের দোয়ারাবাজারে সারভেস মারাখ(২৮)নামের এক ভারতীয় নাগরিকের মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার সদর ইউনিয়নে টেবলাই গ্রামে এ ঘটনা ঘটে।
সোমবার (৩১ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার টেবলাই বাজার সংলগ্ন বোরোধান খেতে অপরিকল্পিত বৈদ্যুতিক লাইনে লেগে অবৈধভাবে বাংলাদেশে আসা ভারতীয় অনুপ্রবেশকারী ব্যক্তির ঘটনাস্থলে মৃত্যু হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার টেবলাই গ্রামের বাসিন্দা বশির আহমেদ নামের এক কৃষক ফসলি জমিতে ইদুর মারার জন্য সাধারণ( গুনা) তার দিয়ে বৈদ্যুতিক ফাঁদ তৈরি করে,সেই ইঁদুরের ফাঁদেই প্রান নাসের ঘটনা ঘটে।
মৃত্যু ব্যক্তি ভারতের মেঘালয় প্রদেশের শিলং জেলার সাইগ্রাব থানার সীমান্ত এলাকা, কাসিন্দা বস্তির গবিন মারাক এর ছেলে সারভেস মারাখ(২৮)।
স্থানীয় ইউপি চেয়ারম্যান (প্যানেল) আব্দুর রাজ্জাক ভূট্রো বলেন, এরকম বৈদ্যুতিক ফাঁদ আমি কখনো দেখিনি এটা সম্পূর্ণ অনিরাপদ ও বেআইনী।
দোয়ারাবাজার থানার ওসি তদন্ত সামছ উদ্দিন বলেন, লাশের পরিচয় পাওয়া গেছে, লাশ সুরতহাল ও ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।