বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:১১ অপরাহ্ন

সিলেটে জুমাতুল বিদা'য় মুসল্লীদের উপচেপড়া ভীড়

  • প্রকাশের সময় : ২৮/০৩/২০২৫ ০২:২৩:৩২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি : মো: আজমল আলী
Share
41

সিলেটে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিলেটে ‘জুমাতুল বিদা’ পালিত হয়েছে। পবিত্র মাহে রমদ্বানের শেষ শুক্রবার মুসলমানরা জুমাতুল বিদা হিসেবে পালন করে থাকেন। সে হিসেবে আজ শুক্রবার (২৮ মার্চ) সিলেটে রমদ্বানের বিদায়ী জুমা হিসেবে ‘জুমাতুল বিদা’ পালিত হয়।


রোজাদারদের কাছে ‘জুমাতুল বিদা’ ব্যাপক গুরুত্ব বহন করে। জুমার নামাজের আগে মসজিদের খতিবরা জুমাতুল বিদা ও পবিত্র রমদ্বান মাসের তাৎপর্য তুলে ধরে ‘খুতবা’ প্রদান করেন। সিলেটের মসজিদে মসজিদে মজলুম ফিলিস্তিনের গাজার মুসলমানদের জন্য বিশেষ মোনাজাত করেছেন ইমাম-খতিবরা। এছাড়াও বয়ানে আগামী বছর কিভাবে মুসল্লিরা অতিবাহিত করবেন ও দেশ ও জাতির কল্যাণে কাজ করা নির্দেশনা দেন খতিবরা।


পবিত্র জুমাতুল বিদা উপলক্ষে হজরত শাহজালাল (র:) দরগাহ জামে মসজিদে সিলেটের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া সিলেটের কেন্দ্রীয় জামে মসজিদ, সিলেট কালেক্টর মসজিদ, কুদরত উল্লাহ মসজিদ, হাওয়াপাড়া জামে মসজিদ, আম্বরখানা জামে মসজিদ, কোর্ট মসজিদসহ সিলেটের প্রত্যেক মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


মসজিদের ভেতরে জায়গা না হওয়ায় মসজিদের বাহিরের আঙ্গিনার ও দরগাহ’র রাস্তায় ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ আদায় করেন। এছাড়া নগরীর সবকটি মসজিদে মুসল্লিদের উপচে পড়া ভিড় ছিল।


প্রতিটি মসজিদে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি