বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ইসলামপুর ইউনিয়ন শাখার উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) উপজেলার ইসলাম পুর ইউনিয়নের ছনবাড়ী বাজারে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইসলাম পুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ইন্তাজ আলীর সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান সৈয়দ নেকির হোসেনের সঞ্চালনায় ইফতার মাহফিল পুর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সিলেট বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা আঞ্জব আলী, বীর মুক্তিযোদ্ধা সবর আলী, বীর মুক্তিযোদ্ধা আজির উদ্দিন, ইসলামপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড মেম্বার শফিক আলী, সাবেক মহিলা মেম্বার, মুক্তিযোদ্ধা সন্তান হেলিমা বেগম।
বক্তব্য রাখেন, প্রবীন মুরুব্বী হাজী আজর আলী, মুক্তিযোদ্ধা সন্তান রফিক আলী, আহম্মদ আলী, জাকির, জালাল উদ্দিন, কপিল উদ্দিন, আবুল কালাম, জমির উদ্দিন, জিয়াউর রহমান প্রমুখ।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ ইব্রাহিম আলী এবং মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল হামিদ। ইফতার মাহফিলে এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।