বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন

জালালপুর বাজারে কথা কাটাকাটির জেরে সংঘ'র্ষ

  • প্রকাশের সময় : ২৭/০৩/২০২৫ ০১:৫৭:৩৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি : মোহাম্মদ জাকির আহমদ
Share
79

দক্ষিণ সুরমার জালালপুর বাজারে কথা কাটাকাটির জের ধরে সিএনজি চালিত অটোরিকশার দু'টি স্ট্যান্ডের শ্রমিকদের মধ্যে ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে।


বুধবার (২৬ মার্চ) রাত সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় দুই পক্ষের প্রায় ৩০ থেকে ৪০ জন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।


স্থানীয় সুত্রে জানা যায়, জালালপুর বাজারে সিএনজি চালিত অটোরিকশার দু'টি স্ট্যান্ডের শ্রমিকদের মধ্যে কয়েকদিন যাবত মনমালিন্য চলে আসছেছিলো। বুধবার রাতে এবিষয়টি মিমাংসার জন্য শ্রমিক নেতৃবৃন্দ বৈঠকে বসেন। এখানে কথা কাটাকাটির জেরে সংঘর্ষের সুত্রপাত ঘটে। পরে দুই স্ট্যান্ডের শ্রমিকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় ইট পাটকেলের আঘাতে দুই পক্ষের ৩০ থেকে ৪০ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছেন অসংখ্য ব্যবসায়ী।


সংঘর্ষের খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 


এসময় বিএনপি নেতা লোকমান আহমদ সহ স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মধ্যস্থতায় দুই পক্ষকে শান্ত করা হয়।


শেষ খবর পাওয়া পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ-ক্রাইম) আকলিমা আক্তার, সহকারি পুলিশ কমিশনার মোঃ আব্দুল বাতেন খান, মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। বিষয়টি সমাধানের লক্ষে স্থানীয় নেতৃবৃন্দ স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বৈঠকে বসেছেন।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি