বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন

যথাযোগ্য মর্যাদায় কোম্পানীগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

  • প্রকাশের সময় : ২৭/০৩/২০২৫ ০১:০৬:৩০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
21

২৬ মার্চ (বুধবার) বাংলাদেশের ৫৫তম মহান স্বাধীনতা দিবস ও গৌরবময় জাতীয় দিবস। সারাদেশের ন্যায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে দিবসটি।


দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন নানান কর্মসূচি পালন করছে। এর মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশবার তোপধ্বনি, সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি আধা সরকারি স্বায়ত্বশাসিত সকল শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে কুচকাওয়াজ, বেলা সাড়ে ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সদস্যগণের সংবর্ধনা ও আলোচনা সভা জোহরের নামাজের পর শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, মুক্তিযোদ্ধাদের নিয়ে ইফতার, সন্ধ্যা থেকে গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বয়ত্বশাসিত এবং স্থাপনাসমূহের আলোকসজ্জা করা।


উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ আজিজুন্নাহার।


একাডেমিক সুপারভাইজার বজলুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. লুৎফুর রহমান। আরো উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান জিয়াদ আলী, ইছাকলস ইউনিয়ন চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, ইসলামপুর পূর্ব ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান, কোম্পানীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি'র ডিজিএম ইঞ্জিনিয়ার মো: আশিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন, মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর, আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা বেগম, সমাজ সেবা কর্মকর্তা আবু সাইদ,  প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিটু কুমার দে, এলজিইডি কর্মকর্তা আসিফ খান রাবি, আইসিটি কর্মকর্তা নাঈম হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনোজ কান্তি চৌধুরী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা নান্টু মোহন চন্দ প্রমুখ।


সিলেট প্রতিদিন / এমএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি