বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন

ফ্রান্সে বিশ্বনাথ উপজেলা যুবসমাজের উদ্যোগে ইফতার মাহফিল

  • প্রকাশের সময় : ২৭/০৩/২০২৫ ০১:০০:৩৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহীত
Share
39

ফ্রান্সে বিশ্বনাথ উপজেলা  যুবসমাজের উদ্যােগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার বিকেলে (২৫ মার্চ) ফ্রান্সে বাঙালি অধ্যুষিত এলাকা কেতসিমার একটি অভিজাত রেস্টুরেন্টে ফ্রান্সে অবস্থানরত বিশ্বনাথ উপজেলা যুবসমাজের ব্যানারে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


রামধানা ওয়েল ফেয়ার ট্রাস্ট ফ্রান্সের সদস্য সচিব ও সাবেক ছাত্র নেতা জহির উদ্দিন ইমন, ফ্রান্সের তরুণ ব্যবসায়ী জাহেদ আহমদ, তরুণ সংগঠক আলিম উদ্দিন, বিশিষ্ট সমাজসেবী তারেক আহমদ, তরুণ সংগঠক জয়নাল আহমদ জয়ের উদ্যোগে অনুষ্ঠানটি বাস্তবায়িত করা হয়।


উদ্যোক্তা জহির উদ্দিন ইমনের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিল অতিথি হিসেবে বক্তব্য দেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশী তরুণ ব্যবসায়ী সিলেটের বিশ্বনাথের রামধানা গ্রামের কৃতি সন্তান লুৎফুর রহমান লিজাদ, তরুণ সংগঠক ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বাছিত, ফারুক আহমদ, সাবেক যুবনেতা রাসেল মিয়া প্রমুখ।


সার্বিক সহযোগিতায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা শামসুদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী জুয়েল আহমদ, হারিছ আলী, তফুর মিয়া, শামসুল হোসেন, গিয়াস উদ্দিন, সুমন আহমদ, নজরুল ইসলাম, সুমন আহমদ, রাসেল মিয়া, আল মামুন সাকিব, গোলাম কিবরিয়া সাদিকসহ বিশ্বনাথের সর্বস্তরের প্রবাসী বাঙালিরা উপস্থিত ছিলেন।


ইফতার ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফেজ সায়েকুর রহমান।


ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা বলেন, সকলকে ঐক্যবদ্ধ থেকে চলাফেরায় ফ্রান্সের আইন কানুন মেনে সুন্দরভাবে সকলের সাথে সোহার্দ পূর্ণ আচরণের মাধ্যমে বিশ্বনাথের সুনাম ধরে রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি