বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন

জকিগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রে/প্তা/র

  • প্রকাশের সময় : ২৭/০৩/২০২৫ ০১:০০:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
36

সিলেটের জকিগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ সোহেল আহমদ(৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জকিগঞ্জ থানা পুলিশ।


বুধবার ভোরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহেল সিলেটের শাহপরান থানাধীন শান্তিবাগ গ্রামের মৃত সেলিম মিয়ার ছেলে।


জানা যায়, একটি প্রাইভেট কারযোগে জকিগঞ্জের কালিগঞ্জ থেকে সিলেটে যাওয়ার পথে আটগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ সময় একটি প্রাইভেট কারও জব্ধ করে পুলিশ। পরে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে বিচারক নাজমুল হাসান তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।


জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করেন।


সিলেট প্রতিদিন / এমএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি