মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধা জানালো সিলেট জেলা প্রেসক্লাব।
বুধবার (২৬ মার্চ) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ক্লাবের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়।
পুস্পস্তবক অর্পনকালে ক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন ছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সহ সাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ রাজেশ, ইউএনবি’র জেলা প্রতিনিধি মোহাম্মদ মহসীন, যুগান্তরের ফটো সাংবাদিক মামুন হাসান, সমকাল’র ফটো সাংবাদিক ইউছুফ আলী, মাইটিভি’র ক্যামেরা পার্সন শাহিন আহমদ, খবরের কাগজের স্টাফ ফটো সাংবাদিক মামুন হোসেন এবং একাত্তরের কথার স্টাফ রিপোর্টার সাকিব আল মামুন প্রমুখ।