বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:২০ অপরাহ্ন

যথাযোগ্য মর্যাদায় গোলাপগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালন

  • প্রকাশের সময় : ২৬/০৩/২০২৫ ০১:২৪:৩২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
27

গোলাপগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।


বুধবার (২৬ মার্চ) প্রথম প্রহরে উপজেলা পরিষদে প্রাঙ্গণে বীর সৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


এসময় গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, গোলাপগঞ্জ মডেল থানা, গোলাপগঞ্জ পৌরসভা, জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড, গোলাপগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিস, অফিসার্স ক্লাব, উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, গোলাপগঞ্জ কর্মচারী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।


পরে উপজেলার সুন্দিশাইলে অবস্থিত ২৩ শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


এদিকে বুধবার সকাল ১১ টায় গোলাপগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় তাঁদের কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি ঈদ উপহার হিসেবে জায়নামাজ প্রদান করা হয়।


আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জুনায়েদ কবীর, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, সমাজ সেবা অফিসার নুরুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শফিকুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালা উদ্দিন ভূইয়া, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী শাহ মোহাম্মদ লুটন প্রমুখ।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি