বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:১১ অপরাহ্ন

ফ্যাসিস্ট সরকারের সাবেক মন্ত্রীর নাম মুছে ফেলার নির্দেশ দিলেন জেলা প্রশাসক

  • প্রকাশের সময় : ২৬/০৩/২০২৫ ১২:৪১:০৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
52

বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের একটি একাডেমিক ভবন এখনও আওয়ামী লীগের সাবেক পরিবেশ ও বনমন্ত্রী শাহাব উদ্দিনের নামে থাকতে দেখে চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। 


মঙ্গলবার (২৫ মার্চ) শিক্ষা প্রতিষ্ঠান সমুহ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনের অংশ হিসেবে তিনি বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ পরিদর্শন করেন। কলেজের একটি ভবনে এখনও সাবেক মন্ত্রীর নাম প্রদর্শিত হওয়ায় উষ্মা প্রকাশ করে তাৎক্ষণিক কলেজ কর্তৃপক্ষকে ফ্যাসিষ্ট সরকারের সাবেক মন্ত্রীর নাম মুছে ফেলার নির্দেশ দেন।


বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা আবদুস সবুর বলেন, কলেজ পরিদর্শনকালে একাডেমিক ভবনে সাবেক মন্ত্রীর নাম নজরে আসে এসময় তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত সময়ের মধ্যে নাম মুছে ফেলার জন্য নির্দেশনা দেন। জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী একাডেমিক ভবন থেকে সাবেক মন্ত্রীর নাম মুছে ফেলার জন্য দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবো।


জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন এর আগে উপজেলা প্রাণিসম্পদ অফিস, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা ভূমি অফিস, আগর আতর প্রকল্প ও বাহাদুরপুর চা বাগান পরিদর্শন করেন।


সিলেট প্রতিদিন / এমএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি