বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:১০ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রেসক্লাবকে লায়ন আসাদের সংবর্ধনা ও শিশুদের ঈদ উপহার বিতরণ

স্বৈরাচারের দালালদের সাথে বিএনপির কোন আপোষ নাই - মিফতাহ সিদ্দিকী

  • প্রকাশের সময় : ২৫/০৩/২০২৫ ১১:২৫:৪৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
26

স্বৈরাচারের দোসরদের সাথে  যারা হাত মিলিয়ে  বিগত সময়ে সুবিধা নিয়েছে তাদের সাথে বিএনপির  কোন আপোষ নয়, বলেছেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।


মঙ্গলবার ২৫ শে মার্চ মঙ্গলবার বিকাল ৪ টায়  স্থানীয় তেলিখাল বাজারে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি একথা বলেন।


আরটিসি গ্লোবাল স্ট্যাডি এন্ড কনসালটেন্সির চেয়ারম্যান লায়ন আসাদুল হক আসাদের পক্ষ থেকে শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে সিলেটের কোম্পানীগঞ্জে সাড়ে ৪'শ শিশুদের ঈদ উপহার বিতরণ করা হয়েছে।


এ সময় নব-নির্বাচিত কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কোম্পানীগঞ্জ প্রেসক্লাবকে সংবর্ধনা দেওয়া হয়।


অনুষ্ঠানের শুরুতে পূর্ব ইসলামপূর ইউনিয়নের চেয়ারম্যান  আলমগীর আলম সহ  কতিপয় কিছু ব্যক্তি স্টেজে উঠে পড়লে  প্রধান  অতিথির  সামনেই তাদেরকে স্বৈরাচারের দালাল বলে চিৎকার ও  হট্টগোল শুরু হয়। পরে তারা দ্রুত  স্টেজ  ত্যাগ করলে  অবস্থা স্বাভাবিক  হয় ।

 

সভায় লায়ন আসাদুল হক আসাদের সভাপতিত্বে ও আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিন, সিনিয়র সহ সভাপতি শওকত আলী বাবুল, সাধারণ সম্পাদক আলী আকবর, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এড. কামাল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এড. ফরহাদ খন্দকার, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন দুদু, শ্রমিক দলের সভাপতি বাদশা মিয়া, বিএনপি নেতা বজলু মিয়া প্রমুখ।


সিলেট প্রতিদিন / এমএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি