বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন

বড়লেখায় বি-ষ-পা-নে তরুণীর আ/ত্ম/হ/ত্যা

  • প্রকাশের সময় : ২৫/০৩/২০২৫ ০১:৫০:৪৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের প্রতীকী ছবি
Share
175

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের রাঙ্গাউটি গ্রামের অনি বিশ্বাস (১৮) নামে এক তরুণী বিষপানে আত্মহত্যা করেছেন।


সোমবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে তিনি বিষ পান করেন।


পরিবারের সদস্যদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে যান এবং অনি বিশ্বাসকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাকে জুড়ী সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন।


মৃত তরুণীর বাবা জুতিস বিশ্বাস বলেন, আমরা হঠাৎ তার ঘর থেকে চিৎকার শুনতে পাই। গিয়ে দেখি, সে বিষ খেয়ে শুয়ে আছে এবং নড়াচড়া করছে। দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।


জুড়ী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. আবু নোমান সিদ্দিকী বলেন, রাত ৮টা ৩০ মিনিটে তাকে হাসপাতালে আনা হয়। আমরা পরীক্ষা করে দেখি, তিনি মৃত অবস্থায় রয়েছেন। তার মুখে বিষের গন্ধ পাওয়া গেছে, যা বিষপানের প্রমাণ দেয়।


জুড়ী থানার এসআই সুধীপ্ত সূত্রধর বলেন, সে বিষপানে মারা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


এ বিষয়ে বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার বলেন, আমি ঘটনার খবর পেয়েছি এবং বর্তমানে জুড়ী সরকারি হাসপাতালে যাচ্ছি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।


সংবাদ লেখার সময় পর্যন্ত আত্মহত্যার কারণ জানা যায়নি। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।


সিলেট প্রতিদিন / এমএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি