সিলেটের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বপ্নোত্থান'।
শনিবার (১৫ মার্চ) দুপুরে সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের প্রচার সম্পাদক কাউসার আহমেদ।
সংগঠনের সদস্যরা জানান, সিলেটের সালুটিকরে প্রথম ধাপে একটি মুসলিম বেদে পল্লি (১৩ টি পরিবার) ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত (১৪ টি পরিবার) মোট ২৭ টি পরিবারের ৯৭ জন সদস্যদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়। পাশাপাশি প্রতিটি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী হিসেবে সেমাই, চিনি, গুড়া দুধ, চাল, ডাল, আলু, পেঁয়াজ, ছোলা, তেল, পোলাও এর চাল, গরম মশলা এবং খেজুর বিতরণ করা হয়।
ঈদ উপহার পেয়ে বেদে পল্লির স্থানীয় ভারতী বেগম বলেন, 'আপনারা কষ্ট করে আমাদের জন্য যতটুকু করেছেন, এতে আমরা কৃতজ্ঞ। আমরা অনেক খুশি। সন্তানদের নিয়ে কিছুটা হলেও আনন্দে ঈদ কাটাতে পারবো।'
স্বপ্নোত্থানের সভাপতি মাহাবুবুর রহমান বলেন, 'আমরা প্রতিবছরই কোন একটা কমিউনিটি বা অঞ্চলে ঈদবস্ত্র বিতরণ করে থাকি, এতে কিছু মানুষ ইদের আনন্দ উপভোগ করতে পারে। কিছু মানুষের মুখের হাসিই আমাদের সফলতা।'