গণমানুষের কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন বন্ধন সমাজ উন্নয়ন সংস্থা, সিলেটের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) নগরীর গোটাটিকরস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত পরিচিতি সভা ও ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বন্ধন সমাজ উন্নয়ন সংস্থা, সিলেটের সভাপতি আব্দুল মালেক তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জমির আলী বেপারির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার রশিদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল মোরশেদ, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ সভাপতি জালাল আহমদ, সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ, শিল্প বিষয়ক সম্পাদক শওকত আহমদ, বন্ধন সমাজ উন্নয়ন সংস্থার উপদেষ্টা মাস্টার মতিউর রহমান, গোটাটিকর ব্রাদার্স ক্লাবের সভাপতি সুমন আহমদ, লেইছ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাবেদ আমিন সেলিম, সদর দক্ষিণ নাগরিক কমিটির আহবায়ক কমিটির সদস্য শেখ লায়েক মিয়া বন্ধন সমাজ উন্নয়ন সংস্থার পৃষ্ঠপোষক মোছাম্মৎ তাহেরা আক্তার।
অনুষ্ঠানে বন্ধন সমাজ উন্নয়ন সংস্থার নবগঠিত কমিটির সদস্যদের হাতে পরিচয়পত্র তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ হলেন- সভাপতি আব্দুল মালেক তালুকদার, সহ সভাপতি খন্দকার আবুল হোসেন, শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক জমির আলী বেপারি, যুগ্ম সাধারণ সম্পাদক সানী আলম, মোঃ ফাহিম, সাংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ রিয়াদ ভূইয়া, সহ সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, অর্থ সম্পাদক আব্দুল আলিম, দপ্তর সম্পাদক মোঃ সেলেম, সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জীলানী তালুকদার, শিক্ষা বিষয়ক সম্পাদক রেজাউল করিম, ধর্ম বিষয়ক সম্পাদক রিপন মোল্লা, প্রচার সম্পাদক কবির হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক আমেনা আক্তার।
এছাড়াও নির্বাহী সদস্যরা হলেন, মোবারক হোসেন হীরা (প্রতিষ্ঠাতা সদস্য), কাওছার মিয়া (প্রতিষ্ঠাতা সদস্য), হাজী মোঃ জাহাঙ্গীর (প্রতিষ্ঠাতা সদস্য), শাহাব উদ্দিন সাবু (কার্যকরী সদস্য), শেখ মোঃ সানাউল্লাহ (কার্যকরী সদস্য)।