বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন
এলাকায় শোকের ছায়া

মাটির দেয়াল সরাতে গিয়ে প্রাণ হারালেন বড়লেখার ফয়ছল

  • প্রকাশের সময় : ১৫/০৩/২০২৫ ০৩:২৬:২৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
71

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির উত্তর দোহালিয়া কুইয়ারিটিলা গ্রামে মাটিচাপায় আহত হয়ে ফয়ছল আহমদ (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় স'মিলের ড্রাইভার ও দিনমজুর ছিলেন।


ফয়ছল আহমদ উপজেলার আবুল হোসেনের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে-মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


জানা যায়, বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত আনুমানিক ২ ঘটিকার দিকে নিজ বাড়িতে পুরাতন মাটির দেয়াল কোদাল দিয়ে সরানোর সময় অসাবধানতাবশত দেয়ালটি তার ওপর ধসে পড়ে। এ সময় হাতে থাকা কোঁদালের ধারালো অংশ উরুতে আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। তার অবস্থা আশংকাজনক  হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সিলেটে রেফার করা হলেও বৈরি আবহাওয়ার কারণে সিলেটে যাতায়াতের জন্য অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি, পরবর্তীতে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। তবে ভোরের দিকে অবস্থার আরও অবনতি হলে দক্ষিণভাগ থেকে গাড়ির ব্যবস্থা করে সিলেটে নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু পতিমধ্যে বিয়ানীবাজার উপজেলায় পৌঁছানোর আগেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।


ফয়ছল আহমদের মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে তার পাঁচ সন্তানের মধ্যে বড় দুই ছেলে হওয়ায় তাদের ভবিষ্যৎ নিয়ে স্বজনদের দুশ্চিন্তা আরও বেড়েছে।


শুক্রবার জুমার নামাজের পর দুপুর ২টায় দোহালিয়া গোরস্থান মাঠে জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি