বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন

বিশ্বনাথে বিএনপি নেতার উপর হামলার ঘটনায় প্রতিবাদ সভা

  • প্রকাশের সময় : ১৪/০৩/২০২৫ ১১:৫২:৩৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি : সিলেট প্রতিদিন
Share
31

সিলেটের বিশ্বনাথ উপজেলা কৃষক দলের সহ সভাপতি ও রামপাশা ইউনিয়ন বিএনপি’র সহ সভাপতি আব্দুল গণি (গণি শাহ) উপর হামলায় ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) বিকেলে রামপাশা ইউনিয়নবাসীর ব্যানারে উপজেলার রামপাশা বাজারে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।


এই হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সভায় বক্তারা বলেন, হামলাকারি মামলার প্রধান আসামী মাদক সম্রাট তবারক আলীসহ সকল আসামীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।


এলাকার মুরব্বি সদাই মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমদেও পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, রামপাশা ইউনিয়ন পরিষদেও সদস্য আয়াজ আলী, রামপাশা ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাসুম আহমদ।


এসময় উপস্থিত ছিলেন মৌরশ আলী, বাদশা মিয়া, দিলনুর মিয়া, স্বপন রাজ, ওয়াসিম, ফয়জুল ও সাইদ।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি