জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের (ইসি) অধীনে রাখতে মানববন্ধন ও ২ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করছেন সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিলেট নগরীর মেন্দিবাগস্থ নির্বাচন অফিসের সামনে মানববন্ধন করেন বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তা-কর্মচারীরা।
মানববন্ধনে সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম বলেন, এনআইডি কার্যক্রম যদি অন্যত্র চলে যায় এতে করে আমাদের ভোটার তালিকার ডাটাবেজের বিশুদ্ধতা নষ্ট হবে। সেই সাথে নাগরিকের ডাটায় ভিন্নতা সৃষ্টি হবে এতে করে নাগরিকের ভোগান্তি ও আমাদের ভোটার তালিকা ত্রুটিযুক্ত হয়ে পড়বে। একটি কুচক্রী মহল নির্বাচনে জটিলতা সৃষ্টি ও ফায়দা হাসিলের উদ্দেশ্যে এই ষড়যন্ত্র করছে।
এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল আলম, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান, সিলেট সদর উপজেলার নির্বাচন অফিসার মো.ফরহাদ হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাচন অফিসার মো.আবুল হাসনাত প্রমুখ।