সিলেটে প্রাণনাশের হুমকির ঘটনায় আদালতে মামলা দায়ের করেছেন এক ভুক্তভোগী।
তার নাম মো. নিজাম উদ্দিন। তিনি গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের কৃষ্ঞপুর নালিউরি গ্রামের আব্দুর রহমানের ছেলে।
সম্প্রতি (১৯ ফেব্রুয়ারি) সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্যাট-১ আদালতে তিনি মামলাটি (নং ৫১/২০২৫) দায়ের করেন।
মামলায় অভিযুক্তরা হলেন শাহজালাল উপশহরের ৪নং রোডের এফ ব্লকের ১৩৬নং বাসার জহির আলীর মেয়ে নাদিয়া ফাতেমা, একই ঠিকানার মখলিছুর রহমানের ছেলে হাবিবুর রহমান ও আব্দুল আলিমের ছেলে জয়নাল আবেদীন।
অভিযোগ সূত্রে জানা যায়, নগরীর শাহজালাল উপশহর এলাকার জহির আলীর মেয়ে নাদিয়া ফাতেমা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিকে হেয়প্রতিপন্ন করে আক্রমনাত্মক ও মানহানিকর পোস্ট দেন। তারই ধারাবাহিকতায় নিজাম উদ্দিনের বিরুদ্ধেও তিনি মানহানীকর লেখা পোস্ট দিলে তিনি সংক্ষুব্দ হয়ে নাদিয়া ফাতেমার বিরুদ্ধে সিলেটের সাইবার আদালতে একটি মামলা (নং ১৯১/২০২৪) দায়ের করেন।
মামলাটি দায়েরের পর থেকে নাদিয়া ফাতেমা তাকে নানাভাবে হুমকি ধমকি দিয়ে তা প্রত্যাহার করতে চাপ দিতে থাকেন।
গত ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাদিয়া ফাতেমার নির্দেশে ৪/৫ জন লোক উপশহরে নিজাম উদ্দিনের উপর হামলার চেষ্টা করে। তার তার পথ রোধ করে এবং মামলা প্রত্যাহার না করলে প্রাণনাশের হুমকি দিতে থাকে। তখন স্থানীয় লোকজন এগিয়ে এলে তিনি তাদের সহযোগীতায় প্রাণ রক্ষা করে ফিরতে সক্ষম হন।
তিনি এ ব্যাপারে আদালতের কাছে প্রতিকার চেয়েছেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জজ কোর্টের অ্যাডভাকেট সাইফুর রহমান রানা।