ঢাকার যাত্রাবাড়ী থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে হবিগঞ্জের সাবেক তিন সংসদ সদস্যসহ ১৫৯ জনকে। এ মামলায় আসামি করা হয়েছে সাবেক এমপি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে।
জানা যায়, মামলার আসামি হবিগঞ্জ-২ (বাহুবল-নবীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু চিকিৎসার জন্য সে সময় ছিলেন যুক্তরাজ্যে। এ বিষয়ে তিনি বলেন, আন্দোলন শুরুর ৩ মাস আগেই তিনি লন্ডন যান। সেখানে থেকেই জানতে পারেন ঢাকার অবস্থা। অথচ যাত্রাবাড়ী এলাকার ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে আসামি করা হয়েছে।
মামলার একাধিক আসামি জানান, যাত্রাবাড়ী থেকে হবিগঞ্জের দূরত্ব প্রায় ১৫০ কিলোমিটার। ৫ আগস্ট সেখানে কী হয়েছে, তা তারা জানেনই না। এ ছাড়া মামলার বাদী টাঙ্গাইল জেলার চরাঞ্চল উপজেলার চরশুয়া গ্রামের আব্দুর রহিম। যার সঙ্গে কোনো পরিচয়ই নেই তাদের। বাদীও তাদের চেনেন না। এসব মামলা মূলত হয়রানির জন্য করা।
স্থানীয় সচেতন মহলের ভাষ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানকে ইস্যু করে ভুয়া মামলা করা হচ্ছে। আসামি করা হয়েছে নিরীহ মানুষকে। হবিগঞ্জ সম্মিলিত নাগরিক আন্দোলনের সভাপতি পিযুষ চক্রবর্তী জানান, এসব মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে নির্দোষ ব্যক্তিদের।