বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:১৮ অপরাহ্ন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ রিয়াদ

  • প্রকাশের সময় : ১৩/০৩/২০২৫ ১২:৫০:৩২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
40

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বুধবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড পেজ থেকে দেয়া এক পোস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দেন তিনি।


রাত সাড়ে ৮টার দিকে ফেসবুক পোস্টে তিনি লিখেন, সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।


আমি আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে সবসময় সমর্থন করেছেন।


তিনি আরও লিখেন, আমার বাবা-মা, আমার শ্বশুর-শাশুড়ি, বিশেষ করে আমার শ্বশুর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমার ভাই এমদাদ উল্লাহকে অনেক ধন্যবাদ, যিনি ছোটবেলা থেকেই আমার কোচ এবং পরামর্শদাতা হিসেবে আমার পাশে থেকেছেন। পরিশেষে আমার স্ত্রী এবং সন্তানদের ধন্যবাদ, যারা কঠিন সময়ে আমার পাশে থেকেছেন। আমি জানি লাল-সবুজ জার্সিতে রাইদ আমাকে মিস করবে।


মাহমুদউল্লাহ আরও লিখেন, সবকিছু নিখুঁতভাবে শেষ হয় না, কিন্তু তুমি হ্যাঁ বলো এবং এগিয়ে যাও। শান্তি...


সবশেষে তিনি বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা জানান।


মাহমুদউল্লাহ ২০২১ সালে জুলাইয়ে জিম্বাবুয়ে সফরের মাঝপথে টেস্ট থেকে অবসর ঘোষণা দেন। গত বছরের সেপ্টেম্বরে তিনি বিদায় নেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে। বাকি ছিল শুধু ওয়ানডে। সেটি থেকেও আজ অবসরের ঘোষণা করে দিলেন। সব মিলিয়ে মাহমুদউল্লাহর আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হলো 


৫০ টেস্ট, ২৩৯ ওয়ানডে ও ১৪১ টি-টোয়েন্টিসহ মোট ৪৩০ আন্তর্জাতিক ম্যাচ খেলেও একটু যেন অতৃপ্তি নিয়ে অবসর ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ। তিন ফরম্যাটে তার রান সংখ্যা যথাক্রমে ২ হাজার ৯১৪, ৫ হাজার ৬৮৯ ও ২ হাজার ৪৪৪ রান। তিন ফরম্যাটে তার সেঞ্চুরির সংখ্যা ৯টি, হাফসেঞ্চুরি রয়েছে ৫৬টি। 


২০০৭ সালের জুলাইতে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে অভিষেক ঘটে ওয়ানডে ফরম্যাটে। সবশেষ ম্যাচটি খেলেন চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। 


একই বছরের ১ সেপ্টেম্বর কেনিয়ার বিপক্ষে নাইরোবিতে অভিষেক ঘটে টি টোয়েন্টি ফরম্যাটে। সবশেষ ম্যাচ খেলেন ভারতের বিপক্ষে হায়দরাবাদে ২০২৪ সালের অক্টোবরে। 


ক্রিকেটের বনেদি ফরম্যাটে টেস্টে অভিষেক ঘটে ২০০৯ সালে ৯ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংসটাউনে। জিম্বাবুয়ের বিপক্ষে ২০২১ সালের ৭ জুলাই হারারেতে শেষ ম্যাচ খেলেন তিনি।


সিলেট প্রতিদিন / এমএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি