বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন

শাবিতে আইকিউসির উদ্যোগে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ১৩/০৩/২০২৫ ১২:৩৩:২৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
58

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে উচ্চশিক্ষা ও এর পাঠ্য বিষয়ক চ্যালেঞ্জ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 


বুধবার (১২ মার্চ) দুপুর ২ টায় আইকিউএসি কনফারেন্স কক্ষে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 


উদ্বোধনী অনুষ্ঠানে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল হামিদের সঞ্চালনায় ও পরিচালক অধ্যাপক ড. সালমা আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। 


প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “এখানে অন্তর্ভুক্ত বিভাগগুলো আমাদের সমাজের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে গুরুত্ব অপরিসীম। যদি কোনো সমস্যা হয়, তাহলে দলবদ্ধভাবে পড়াশোনা করতে হবে এবং একে অপরকে সহায়তা করতে হবে। তোমাদের একাডেমিক উৎকর্ষের জন্য বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের চেষ্টা করা উচিত। 



কর্মশালায় শাবিপ্রবি'র ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ, নৃবিজ্ঞান বিভাগ, বাংলা বিভাগ, অর্থনীতি বিভাগ, ইংরেজী বিভাগ, পলিটিক্যাল স্টাডিজ বিভাগ, পাবলিক এডমিনিস্ট্রেশন বিভাগ, সমাজকর্ম বিভাগ, সমাজবিজ্ঞান বিভাগ এবং বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগ থেকে স্নাতক ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ০৪ (চার) জন করে শিক্ষার্থী অংশগ্রহণ করেন।


সিলেট প্রতিদিন / এমএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি