সিলেটের বিশ্বনাথ উপজেলা কৃষকদলের সহ-সভাপতিকে দারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। ওই কৃষকদল সহ-সভাপতি উপজেলার রামপাশা ইউনিয়নের পাঁচঘরি গ্রামের মৃত হাজী সোনাহর আলীর ছেলে হাজী আব্দুল গণি (গণি শাহ) (৬৫)।
বুধবার(১২মার্চ) রাতে তারাবির নামাজে যাওয়ার পথে রামপাশা পলেরচক সড়কের আজমান আলীর বাড়ির সামনে তাকে এলাপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে সিলেলট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
আহত আব্দুল গণির ছেলে মাছুম আহমদ দাবি করেন, তার বাবার জ্ঞান থাকা অবস্থায় বলেছেন একই মহল্লার পাঠাকইন গ্রামের মৃত আলকাছ আলীর ছেলে মাদক ব্যবসায়ী তবারক আলী (৩৮) ও তার চাচাতো ভাই সোহেল আহমদ (৩০) তাকে কুপিয়েছে।
এদিকে খবর পেয়ে রাতে থানার ওসিসহ একদল পুলিশ সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীগর সার্কেল আশরাফুজ্জামান।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো পাওয়া যায় নি। তবে অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।