বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন

বিশ্বনাথে ডাকাত অপবাদে প্রবাসী দম্পতির ওপর হামলা: প্রাইভেকার ভাংচুর

  • প্রকাশের সময় : ১২/০৩/২০২৫ ১০:২০:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সিলেট প্রতিদিন
Share
83

সিলেটের বিশ্বনাথে ডাকাত অপবাদ দিয়ে লন্ডন প্রবাসী দম্পতির ওপর অমানবিক হামলা করা হয়েছে। হামলায় আহত হয়েছেন স্বামী-স্ত্রী দুজনই। ভাংচুর করা হয়েছে তাদের প্রাইভেটকার।


মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার রামপাশা বাজরে এ ঘটনাটি ঘটেছে। হামলার শিকার ওই লন্ডন প্রবাসী উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংরাওলী গ্রামের আরশ আলীর ছেলে আশরাফ আলী (৩৯) ও তার দ্বিতীয় স্ত্রী সাদিয়া আক্তার (২৬)।


হামলায় তারা স্বামী স্ত্রী দুজনেই মাথায় রক্তাক্ত জখম হয়ে আহত হয়েছেন। তবে তাদের ওপর এই হামলা করেছেন প্রবাসী আশরাফ আলীর তালাক প্রাপ্ত প্রথম স্ত্রী ও শ্যালকসহ ৬/৭ জন।


হামলাকারীরা হচ্ছেন সিলেটের কোতোয়ালি থানার কুয়ারপাড় ইঙ্গুলাল রোডের ১৯ নং বাসার বাসিন্দা ফাহাদ হোসেন (২৫), গিয়াস উদ্দিন (৬০), ইসলাম উদ্দিন (৬৫) আয়েশা বেগমসহ (২৭) আরও ৬/৭জন। তারা সন্ধ্যায় প্রথমে সিলেট জিন্দাবাজারে হামলার শিকার হন। সেখান থেকে নিজের প্রাইভেটকারে করে তারা স্বামী-স্ত্রী বিশ্বনাথে নিজ বাড়িতে যাওয়ার জন্য রওয়ানা হয়।


এসময় মোটরসাইকেল যোগে আবারও পিছু নেয় হামলাকারীরা। রামপাশা বাজারে পৌঁছালে ডাকাত বলে ওই প্রবাসী দম্পতির গাড়ির গতিরোধ করে ফের হামলা চালানো হয়। আর এই হামলায় তারা স্বামী স্ত্রী দুজন আহত ও তাদের প্রাইভেটকার ভাংচুর করা হয়। খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে ওই প্রবাসী দম্পতিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।


এ ঘটনায় লন্ডন প্রবাসী আশরাফ আলী বাদী হয়ে চারজনের নামে বিশ্বনাথ থানায় অভিযোগ দায়ের করেছেন।


জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এনামুল হক চৌধুরী হামলার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রকৃত হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি