বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন

ধর্মপাশায় ফসলরক্ষা বাঁধ পরিদর্শনে জেলা প্রশাসক

  • প্রকাশের সময় : ১২/০৩/২০২৫ ০২:৩৯:৪৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
66

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ফসলরক্ষা বেড়িবাঁধ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বেড়িবাঁধ পরিদর্শনকালে প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতি ও সদস্য সচিবদের বিভিন্ন পরামর্শ দেন তিনি। 


বুধবার (১২ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার ৭টি হাওরের মধ্যে চন্দ্রসোনার থাল, সোনামড়ল, গুরমার ও সাথারিয়া পাথারিয়া ফসলরক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক। বাঁধে লাগানো ঘাসে পানি দেওয়ার পাশাপাশি বোরো ফসল ঘরে তোলার আগপর্যন্ত বাঁধ রক্ষণাবেক্ষণ ও পাহাড়ার নির্দেশনা দেন তিনি। 


পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুনজিত চন্দ, পানি উন্নয়ন বোর্ড (পওর বিভাগ-১) এর নির্বাহী প্রকৌশলী মো.মামুন হাওলাদার, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়, উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্ট পিআইসি কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি