আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টায় বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম মোস্তফা।
এসময় বক্তব্য রাখেন সাব-ইনস্পেক্টর আমিনুল ইসলাম, বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের সহ-সভাপতি আলফু মিয়া, আজমল হোসেন বাবুল, ক্রীড়া সম্পাদক মোশাহিদ মিয়া, প্রচার সম্পাদক রবিউল আলম রবি, নির্বাহী সদস্য শুলীন আলী খান, বিশিষ্ট ব্যবসায়ী দায়াময় দেব, অপুর্ব রায়, হাবিবুর রহমান জুয়েল প্রমূখ।
সভায় বক্তরা বলেন, আসন্ন পবিত্র মাহে রমজান মাসে সয়াবিন তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ডিলার ও পাইকারদের কাছ থেকে আমদানির সংকটসহ নানা সমস্যা তুলে ধরেন। রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীরা বদ্ধ পরিকর বলে আশ্বস্ত করেন প্রশাসনকে। বাজারে কিছু অসাধু ব্যবসায়ী এবং আর্থদার দ্রব্যমূল্যের দাম বাড়ানোর চেষ্টা করলে ও বাজারকে যানযটমুক্ত রাখতে প্রয়োজনীয় তদরকি ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মস্তোফা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, কোষাধ্যক্ষ দিদারুল আলম বাবলু, দফতর সম্পাদক বাবলু মিয়া, এসআই সবুজ রানা, সদস্য আব্দুর রশিদ চৌধুরী, আছকির মিয়া, মমিন আলী ও আলীম উদ্দিন।
সভায় অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় পদক্ষেপ গ্রহণ করবেন। নিয়মিত বাজার মনিটরিং করা হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট, ভোক্তা অধিকার কর্মকর্তাবৃন্দ, পুলিশ সদস্যরা এবং ছাত্র প্রতিনিধিরা বাজারে নজরদারি করবেন। ব্যবসায়ীরা যদি অতিরিক্ত মুনাফার আশায় অসৎ উপায়ে ব্যবসা করেন, তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।" তিনি টিসিবি, মুদির বাজার, মাছের বাজার, মাংসের বাজার, ফলের বাজার, গুড়মুড়ির বাজার, সবজি বাজারসহ অন্যান্য ব্যবসায়ীবৃন্দের সাথে কথা বলেন এবং এসব পণ্যের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি অপ্রত্যাশিত মূল্যে বিক্রি রোধে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।
বিশেষভাবে ভোজ্য তেলসহ বাজারে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করতে ব্যবসায়ীদের প্রতি কঠোর নির্দেশনা থাকবে। রমজানে প্রত্যেকটি বাজারকে যানযটমুক্ত রাখতে ট্রাফিক পুলিশ বা গ্রাম পুলিশ দেওয়ার আশ্বাস প্রদান করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী অর্জুন মোদক, আব্দুল মুকিত, ফুল মিয়া, দিলোয়ার হোসেন, সোহেল খানসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।