বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:১৭ অপরাহ্ন

বিয়ের বাজার করে ফেরার পথে সড়কে প্রাণ গেলো বরসহ ২ জনের

  • প্রকাশের সময় : ২০/০২/২০২৫ ১১:০৮:১৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
127

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিয়ের বাজার করে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় বর ও তার চাচাতো ভাই নিহত হয়েছেন। 


বুধবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  


নিহতরা হলেন-উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের পুরাইকলা গ্রামের মো. বেনু মিয়ার ছেলে মো. তানভীর সোহেব ও মো. ছাবেদ আলীর ছেলে শাহ আলম ওরফে সামায়ন।


স্থানীয় লোকজন জানান, শুক্রবার শাহ আলম ওরফে সামায়নের বিয়ে ছিল।


বিয়ের বাজার করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে গাড়িচাপায় ঘটনাস্থলেই সোহেব মারা যান। হাসপাতালে মারা যায় শাহ আলম ওরফে সামায়ন।  


শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক বলেন, শাহ আলম ওরফে সামায়ন বিয়ের বাজার করে তার চাচাত ভাই সোহেবকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। নূরপুর এলাকায় অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে সোহেব মারা যান।


আহত অবস্থায় শাহ আলম ওরফে সামায়নকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে রাত ৯টার দিকে মারা যায়।


এদিকে, তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি