গোলাপগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তাবৃন্দ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
সভায় উপস্থিত ছিলেন বুধবারী বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আব্দুর রহিম, লক্ষনাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান, শরীফগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবীর আহমদ, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদর্শন সেন, কৃষি কর্মকর্তা মো. মাশরেফুল আলম, প্রাণী সম্পদ কর্মকর্তা জুনায়েদ কবীর, সমাজসেবা অফিসার নুরুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রব্বানী মজুমদার, নির্বাচন অফিসার মো: আহসান ইকবাল, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা আক্তার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব চন্দ্র দাস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের সহকারী প্রকৌশলী শাহ মোহাম্মদ লুটন, সহকারী শিক্ষা অফিসার জহিরুল হক, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা সাকিব আল মামুন প্রমুখ।
এর আগে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। পরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।